রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থেকে নিম্নমুখী আছে: বাণিজ্য উপদেষ্টা

অর্থনীতি ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থেকে নিম্নমুখী আছে এবং নিত্যপণ্যের মূল্য আরও হ্রাস পাবে।
বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা মিলনায়তনে ইফতার পরবর্তী ইমাম ও খতিব সমাবেশে তিনি একথা বলেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি বড় কারণ হলো সম্পদের বৈষম্য। এ বৈষম্য দূর করতে ইসলামি মডেলের কর্জে হাসানা ও যাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। যাকাত সম্পদ বন্টনের একটি কার্যকর ইসলামি মডেল। যাকাত প্রদানে ইমাম ও খতিবগণ মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। এর মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে, দারিদ্র্য কমে আসবে। যাকাত মজুতদারি নিরুৎসাহিত করে বলেও উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, টিসিবি বছরে ১২ হাজার কোটি টাকার কার্যক্রম পরিচালনা করে। এতে সরকারের ভর্তুকি সাড়ে ৪ হাজার কোটি টাকা। তিনি টিসিবির ১ কোটি প্রান্তিক পরিবারকে সঠিকভাবে বাছাই করতে সব ধর্মের নেতাদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মুহাম্মদ জুনায়েদ আল হাবিব এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুল হকসহ হেফাজত ইসলামির বিভিন্ন স্তরের নেতারা ও বিভিন্ন মসজিদের খতিব ও ইমামরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *