টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারীর ড্রাম ট্রাকের চাপায় এক আনসার কমান্ডার নিহত

স্টাফ রিপোর্ট : টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারীর ড্রাম ট্রাকের চাপায় এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে।

নিহত শফিউল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ বলেন, ঈদের ছুটিতে বাড়িতে আসে আনসার সদস্য শফিউল্লাহ। শুক্রবার ভোরে তিনি নামাজ পরে হাঁটতে বের হন। হাঁটার এক পর্যায়ে হাসপাতালের সামনে আসলে মাটি বহনকারীর ড্রাম ট্রাক তাকে চাপা দিলে খুঁটির সাথে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন শোয়েব আহমেদ।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *