ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা মালদ্বীপের

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় গণহত্যা চালানোর জেরে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ। মঙ্গলবার (১৫ এপ্রিল) মালদ্বীপ সরকার এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

মালদ্বীপের সংসদে আইনটি পাস হয়েছে। অনুমোদনের পরপরই তাতে স্বাক্ষর করেন দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংহতি’র অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। ফলে এখন থেকে রাজধানী মালে ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে আর প্রবেশ করতে পারবে না ইসরায়েলিরা।

প্রেসিডেন্ট দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এসময় ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করা হয়। জানানো হয়, তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে নিষেধাজ্ঞা আইনটি।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *