ইরানের ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এছাড়াও আহতের সংখ্যা ১২শ’ ৫জন ছাড়িয়েছে। এই ঘটনায় দেশটির ন্যাশনাল ওয়াটার কায়াকিং চ্যাম্পিয়ন আরমান নোজারেজাদেহ নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এ তথ্য জানায়।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আরমান নোজারেজাদেহ হরমোজগান প্রদেশের জাতীয় ক্যানোয়িং চ্যাম্পিয়ন ছিলেন। দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণায় তার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতিতে নোজারেজাদেহকে ‘ইরানের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্রদের একজন বলে উল্লেখ করেছে। এই বিবৃতি তাসনিম বার্তা সংস্থার মাধ্যমে প্রকাশিত হয়।

উল্লেখ্য, ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি বার্তা সংস্থা আইএলএনএ-কে বলেন, কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবর অনুযায়ী, দেশটির সংসদের সামাজিক কমিটির সদস্য আহমাদ ফাতেমি এই ঘটনা তদন্ত করতে নিরীক্ষণ সংস্থা ও বিচার বিভাগ’-এর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও রাজাই বন্দরে বিস্ফোরণের সাথে জড়িত ব্যর্থতার জন্য সবাইকে স্পষ্ট জবাবদিহিতা দাবি করেছেন।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *